মধ্যযামে হঠাৎ শুনি কলিংবেল। অথবা, ঠিক কলিংবেলের মতো।
বুকের ভেতর তিন বার .... তোমাকে চাই , তোমাকে চাই , তোমাকে চাই।
অন্ধকারের মধ্যে উঠে দরজা খুলি। কেউ তো নেই ! কেউ আসেনি তো !
পায়ে পায়ে চুপিসারে ঘরে ঢোকে কথার ফ্রেমে বাঁধা জোনাকি রোশনাই।
আমি তার পাশে বসি। ঋতানৃতে রাত্রিকে দেখি তোমার ছায়া পরিবৃত।
বুকের ভেতর তিন বার .... তোমাকে চাই , তোমাকে চাই , তোমাকে চাই।
পশমি আলোয়ানের ওম মেখেও অতৃপ্ত শরীর খোঁজে আস্বাদ অমৃত।
দেখা হবে নন্দিত সলজ্জ ক্যানভাসে। রঙের বিমূর্ত সঙ্গমে মন ভাসাই।
চারিদিকে থেমে গেছে বিদারী কোলাহল। এখন গল্প শুধু তোমাতে সমর্পিত।
_______________________________________
Thrice inside my heart
Suddenly, at midnight, I hear the calling bell,
Or perhaps, exactly like the calling bell.
Inside my heart, three times ...
I want you ! I want you ! I want you !
In the midst of darkness, I open the door.
No one is there! No one has come!
Silently, step by step, framed words enter the house, creating a lunar glow.
I sit beside her. In the dance of reasons, I see the night encompassing her shadow.
Inside my heart, three times ...
I want you ! I want you ! I want you !
In the soft warmth of the woolen blanket, the discontented body seeks the taste of nectar.
We will meet on the delighted, demure canvas,
as the heart dissolves in the union of abstract colors.
All around, the piercing tumult has ceased.
Now, the story is devoted only to you.