বিস্রস্ত ভোরে শিউলির রাতজাগা হাসির মতো
তোমার একরাশ হাসি  ......
মনে হোলো, ঘুম ভাঙানিয়া অরফিউসের সুরবাহার।

একতারা হাতে ঘুরে ঘুরে গানের ছন্দ সন্ধানে -
                            তুমি রূপকথার রানী সেদিন।
বান্ধবী জাহ্নবী ছুঁয়ে দুই হাতের মুক্ত আহ্বানে -
                            তুমি বৈতালিকের বাণী সেদিন।
অকারণ শব্দবন্ধের আকস্মিক উচ্ছলতায় -
                            তুমি কাব্য সন্ধানী সেদিন।
শ্রাবণ সন্ধ্যায় হীরক কুচি বৃষ্টির স্পর্শ সুখে -
                            তুমি রঙিন ফুলদানি সেদিন।
ভীরু বাতাসে সর্ষে ক্ষেতের সামূহিক দোলায় -
                            তুমি অবাক জানাজানি সেদিন।
জ্যোৎস্নাভুখ ওড়না মেঘের হঠাৎ সরে যাওয়ায় -
                            তুমি চকোরী আসমানী সেদিন।

তোমার একরাশ হাসি  ........  
মনে হোলো, সবুজ অরণ্যে অরফিউসের সুরবাহার।


হাজার মানুষের ভিড়ের অন্তহীন কোলাহলে -
                              তুমি শান্তি চিরন্তনী সেদিন।
একাকিত্বের ভারে ন্যুব্জ সময়ের শূন্যতায় -
                              তুমি নিমগ্ন ঘুমপাড়ানি সেদিন।

তোমার একরাশ হাসি  ........
মনে হোলো, প্রাণহীন মৃত্যুপুরীতে অরফিউসের সুরবাহার।

মনে হোলো, আবার যেন শুনতে পাবো অরফিউসের সুরবাহার।

______________________________

In the disordered dawn, like the night jasmines' wakeful smile,
Your spontaneous laughter ....
It feels like breaking the sleep with the fragrance of Orpheus's lyre.

With an 'Ektara', searching for the rhythm of a song -
You, the queen of fairytales, that day.
Touching the beloved friend, with an open invitation in both hands -
You, the ballad singer's rhymes that day.
In the sudden ecstasy of inexplicable word entanglement -
You, the poetess in quest that day.
In the monsoon evening, with the ecstatic touch of diamond grains of rain-
You, a colorful flower vase that day.
With the gentle breeze, in the collective swing of the mustard field -
You, the innocent understanding that day.
As the moon-shadow night abruptly departs with the clouds' flight -
You, a celestial partridge that day.

Your spontaneous laughter...
It feels like being immersed in the fragrant melodies of Orpheus in a green wilderness.

In the endless turmoil of thousands of people -
You, the eternal peace that day.
Under the weight of solitude, in the emptiness of time -
You, had the absorbing soporific aura that day.

Your spontaneous laughter...
It feels like Orpheus's melody in the lifeless city.

I felt, I might hear Orpheus's melody again.