আমি : একুশের ভাষা তোমার আর আমার
প্রথম অঙ্গিকারের উন্মুক্ত আসমান .......
তুমি : একুশের ভাষা হরিণীর চোখের মতো
মায়া ভরা ফাগুন দিনের গান …….
আমি : একুশের ভাষা ভ্যান গঘের ক্যানভাস থেকে
উঠে আসা নীলাভ সবুজ বাগান ……
আমি : একুশের ভাষা সময়ের গতিরোধী মুহূর্তে
দুটি প্রস্ফুটিত কবুতরীর উড়ান …….
আমি : একুশের ভাষা ডুবে যেতে যেতে হঠাৎ দেখা
ভেনাস ডি মিলো। প্রাণ আনচান ……..
তুমি : একুশের ভাষা তোমার আর আমার
ব্যঞ্জনবর্ণের চন্দ্রিমা, স্বরবর্ণের মধু পান .....
তুমি : একুশের ভাষা তোমার আর আমার
মহাকালে ব্যাপ্ত ‘ওম’ মন্ত্র , ভোরের আজান।
____________________________
The dialogue of twenty-first
I: The language of the twenty-first_ yours and mine,
Unveiling the first promise, an open sky divine...
You: The language of the twenty-first_ like a doe's eye,
A magical Spring day's melodious sigh...
I: The language of the twenty-first_ from the Van Gogh's canvas,
An amalgamation of azure and verdant garden's rush...
I: The language of the twenty-first_ in moments of frozen time,
Two blossoming doves' flights that rhyme...
I: The language of the twenty-first_ in sudden immersing sight,
Venus de Milo encountered, a breathless delight...
You: The language of the twenty-first_ yours and mine,
Syllables like moonshine, and the alphabet like wine...
You: The language of the twenty-first_ yours and mine,
The cosmic 'Om,' and the dawn's prayer call so fine.