দিওতিমা,

তার কাছে জমা আছে আমার অসহ্য সুখের কোলাজ।
সন্ধ্যার সোহাগী আলোয় সকালের মেহগনি সাজ।
স্নানঘরে আয়নার কাছে ফেলে আসা বিম্ব সলাজ।

আনন্দে, চোখের জলে, জলছবি ... আলেয়া- আওয়াজ।
অতীতের ভুলে যাওয়া গানে, ভুলে থাকা স্মৃতির মন্তাজ।
জানালায় বৃষ্টির জলে মুছে গেছে সন্দিগ্ধ সমাজ।

তার অনামিকায় জড়ানো আমার কাল থেকে আজ।
বাঁশপাতি ঠোঁটে, মৃত বাসনার মতো নৈঃশব্দের সাঁঝ।
শ্বেত-সন্তপ্ত শিলায় শাজাহানের চোখে নিসর্গ মমতাজ।

ভালোবাসার প্রত্যয়ী ডানায় উড়ে গেছে ঐকান্তিক বাজ।
শরীরের কোমল গান্ধারে তার মিশে আছে মুক্ত স্বরাজ।
প্লেটোনিক মিথোজীবী মন ... আজও জোড়া দেয় সুখের কোলাজ।

আমার কথা শুনুন  ......  দিওতিমা!       ইতি, অধিরাজ।