নাচনী ঝোরার ঘোমটা খোলা অবাক মুখ।
লাফিয়ে নেমে ঝর্ণা হবার বড্ড সুখ।
নুড়ি পাথর সুড়সুড়ি দেয়, কি হিন্দোল !
বাঁকের মুখে, চলার ফাঁকে, মেঘের কোল।
এপার মনের অন্য পারের খবর চাই।
সাঁকোয় জোড়া, ফুলের তোড়ায় সখ্য তাই।
অরণ্যকে জড়িয়ে ধরে ডুয়েট নাচ।
সাক্ষী থাকে মৌন পাহাড়, আকাশ, গাছ।
মুক্ত মেঘের খেয়াল ছুটের শিঞ্জিনী গো......
আমার প্রেমের চিঠি পৌঁছে গেলে জবাব দিও।
_______________________________
The whirling waterfall removes the canopy and opens the astonished face,
Dancing and swirling, the joy of becoming one with the cascade is so full of grace.
The swaying rock softly whispers, what a playful swing!
On the curve's edge, amidst the clouds, in the lap of the monsoon's wing.
This side craves the news from the other shore,
Joined by the bridge of unity, in the flower's core.
Entangled in the wilderness, the duet dance is free,
Silent witnesses are the mountain, sky, and tree.
The musings of liberated clouds, oh the gleaming insight...
When my love letter reaches, please respond, my delight.