হয়তো তুমি অবাক হবে জেনে
আমি সব সময় হিসেব মেনে -
কিছু ঋজুতাকে তোমার জন্যে  
বাঁচিয়ে রেখেছি, রূপসী কন্যে।

কিছু কৌণিকতাকে ধারণ করেছি
গোলাপী আশার আলোয় ভরেছি -
তোমার দুহাতে, তোমার আঙুলে
জড়িয়ে দিয়েছি সবকিছু ভুলে।

হয়তো তুমি অবাক হবে জেনে
আমি সব নিয়ম কানুন মেনে -
কিছু উষ্ণতাকে তোমার জন্যে
সাজিয়েছি এই বিকীর্ণ মহাশূন্যে।

কিছু মৌনতাকে জারিত করেছি
গলিত শব্দে আগুন ধরেছি -
তোমার শরীরে, কালো এলোচুলে
মাখিয়ে দিয়েছি চেতনার মূলে।

হয়তো তুমি অবাক হবে জেনে
আমি সব বিধি নিষেধ মেনে -
কিছু যৌনতাকে তোমার জন্যে
জোনাকি করেছি এই অরণ্যে।

হয়তো তুমি অবাক হবে জেনে  ...
_________________________
May be you will be surprised to know


Maybe you'll be surprised to know,
I have followed the rules of time,
Some simplicity, just for you,
I've preserved, my ornate beauty.

Some intricacies, I've embraced,
Brimming with the rosy glow of hope -
In your palms, on your fingers,
I've entwined everything, letting go of all doubt.

Maybe you'll be surprised to know,
I have strictly adhered to laws and norms -
Some warmth, just for you,
I've adorned in this scattered cosmos.

Some silence, I've bestowed,
Held fire within concealed words -
In your body, amid the dark hair glow,
I've concealed within the roots of consciousness.

Maybe you'll be surprised to know,
I have adhered strictly to all principles -
Some sensuality, just for you,
I've transformed into lampyrids in this wilderness.

Maybe you'll be surprised to know...