যদিও পুরুষ/ কথার বুরুশ/ রঙে ডোবায়  .............
আঙুলে আঙুলে/ ছটফটে পাখি / মুক্তি চায়
তবুও অধরা /রেখার ব্যাপ্তি /নীল সীমায়।
  
যদিও আদর/ বা, অনাদর / দুটোই বাঁধে  .............
বন্ধন যেন / অবিনশ্বর / কালের কাঁধে।
তবুও আবেগ/ কথার আড়ালে /একলা কাঁদে ।

যদিও চুলের/ মধ্যে ভুলের/ কাঁটাও ছিলো  ..............
মনের মধ্যে/ জমাট বর্ম, / আর্মাডিলো।
তবুও চিকুরে/ সন্ধ্যা শাঁখের/ গন্ধ এলো।  

যদিও চোখের/ কোণায় দুঃখের/ বিন্দু জমে  ............
কোণায় বলেই/ গোনায় বাড়ে না, /কিছুটা কমে।
তবুও সুখের/ বালিশ ভিজেছে/ নিরুদ্দমে।

যদিও তিলের/ পাশেই মিলের/ চিহ্ন আঁকা    ............
জিজ্ঞাসা ছিলো,/ হয়তো ছোঁয়ায় /প্রশ্ন মাখা।
তবুও ভেবেছি, /উষ্ণ আবেগ /কোথায় রাখা ?

যদিও কালোর /শরীরে আলোর /জন্ম হয়  ............
অগ্রাধিকারে/ সে আজও আমার/ এক থেকে নয়।
তবুও দেখেছি /'দেখা হবে' ব'লে, /না-দেখা হয়।  

যদিও ক্ষমার/ মধ্যে প্রমার/ দীপ্তি সাজে  .............
সন্ধ্যার পথে/ বিসমিল্লার /সানাই বাজে।
তবুও আগুন / ধিকি ধিকি জ্বলে / মনের মাঝে।