স্বর্গ যদি চাও , তাও দেবো শঙ্খ মালায় সাজিয়ে।
তোমার জন্য পাঞ্চজন্য। নতুন সুরে বাজিয়ে।

ক্লান্তি এলে পারিজাতের ছায়ায় পাবে বল।  
তৃষ্ণা পেলে তোমার কাছেই মন্দাকিনীর জল।

যাবে কোথাও ? পুস্পকের সঙ্গে আছে সারথি।
দুন্দুভিও বাজানো হবে। সঙ্গে হবে আরতি।

তোমার সঙ্গে হবে দেখা মাঝামাঝি ? আসবে নাকি?
আমি অতি নগণ্য লোক, এখন কুম্ভীপাকে থাকি।

______________________________

If you desire of heaven, I shall offer with conch and beads,
Adorning with devotion, chanting hymns with righteous deeds.

If weariness befalls, seek refuge in Parijata's shade,
Thirst quenched by Mandakini's water, a celestial cascade.

Shall you journey somewhere? With Pushpaka, a divine ride,
Dundubhi drums resound, joined by the divine Arati's tide.

Will we meet in between, or is it but a fleeting dream?
I, a mere mortal, dwell now in Kumbhipaka's earthly stream.