চলো, আরও একবার সন্ধ্যার কলকাতার কোলে -
এক কাপ কফি নিয়ে বসি নিরিবিলি কোণের টেবিলে।
তোমার আসতে একটু দেরি হোক, আমি বাইরে দাঁড়াই।
পাখিদের ঘরে ফেরা দেখি  ...ছাতারে, শালিক, চড়াই।

বিচিত্র কোলাহলে পাখিদেরও সন্ধানী চোখ তোমায় খোঁজে।
চেনা পথে অচেনার মতো এসেছো হেঁটে, ওরাও বোঝে।
লাল পেড়ে ছাই রঙা শাড়ি, কপালে চাঁদের উপমা।
মিল মিলিয়ে পরেছো সব, আজ তুমি পল্লবিনী মিলোত্তমা।

তোমার কথা বলো। বলো, এমন ঝর্ণা কোথায় পেলে ?
এলেই যদি পথের বাঁকে, কেন এতো দেরি করে এলে ?
একবার হাতের ওপর রাখো তোমার হাত, আঙুলে আঙুল।
শুনতে পাচ্ছো? ধমনীতে রক্তের জোয়ার, প্লাবিত দুই কূল।

চলো, আরও একবার সন্ধ্যার কলকাতার কোলে -
এক কাপ কফি নিয়ে বসি নিরিবিলি কোণের টেবিলে।
কথা আছে। কত শত জন্মের কথা এখন ঘনীভূত শিলা।
তুমি শুধু উষ্ণতা দিও। কথারাও বয়ে যাক স্বচ্ছসলিলা।

__________________________________

Come, once more, to Kolkata's twilight call,
With a cup of coffee, let's find solace in a silent nook's sprawl.
Take your time to arrive; I'll wait outside,
Watching the birds return home, after the whole day's ride.

In the bustling hum, even the birds seek you with curious eyes,
You've arrived, walking an unseen path under familiar skies.
In a red saree adorned with shadows, a moon upon your brow,
All aligned today; you've become the blooming bough.

Tell your tale. Where did you find such a cascade?
If you've arrived at the turn of the road, why the delay, I said...
Place your hand in mine, fingers entwined, firm and bold,
Can you hear it? The rhythmic flow, floods of life unfold.

Come, once more, to Kolkata's twilight call,
With a cup of coffee, let's find solace in a silent nook's sprawl.
Words linger, etched in the dense stone of countless past lives,
Give your warmth only; let the words flow like pristine vibes.