গ্রীষ্মকালের ঘুঘু ডাকা নিস্তব্ধ দুপুরে -

যখন রাস্তাঘাটে মরীচিকার মতো ছায়া খেলে যায়  ...
যখন আশেপাশের জলছবি বাষ্প হয়ে কাঁপে  ...
যখন পিপাসার্ত চড়াই উড়ে আসে নিবিড় ছায়ার খোঁজে  ...
যখন নিমফুলের বুকে সঞ্চারিত হয় প্রজ্ঞাপক মধু  ...
যখন আগ্রাসী বটের ছায়ায় ঝিমোয় বাউরা সন্ন্যাসী  ...
যখন বারিপর্ণীর প্রার্থনা শোনে নির্মেঘ আকাশ  ...
যখন ঘূর্ণিত বাতাস হঠাৎই সেঁচে তোলে বাদামি ধুলো  ...

ঠিক তখনই তুমি এসে দাঁড়ালে জানালার রেলিং ধরে।
আসবে চিঠি, আসবে গভীর ডুব সাঁতারের ডাক।
তুমি তৈরী থেকো, অরুণিমা।
______________________________
Get ready, Arunima


In the silent afternoon of the summer,
When the spotted doves softly chirp -

When shadows play like mirages on the road...
When the surroundings shiver with the dance of evaporating water...
When the thirsty sparrows search for the elusive shade...
When the fragrance of neem flowers permeates the air with intoxicating honey...
When under the spreading banyan tree, a solitary ascetic contemplates...
When the cloudless sky hears the prayers of the water seeking fern...
When the gusty wind unexpectedly lifts almond-colored dust...

It's precisely then that you came and stood by the window railing.
A letter will come, a deep dive in the abyss of twilight.
You get ready, Arunima.