সারা রাত এক আশ্চর্য স্বপ্নের মতো শিলাই নদীর তীরে -
তোমায় দেখেছি বিগ্রহহীন রেখা দেউল, বিস্মৃত মন্দিরে।
দেহের উন্মুক্ত দেহলিতে শব্দস্রোত ছুঁয়ে গেছে উতল সমীরে।
শব্দগুলি ফুলের পাপড়ি হয়ে ঝরেছে সর্বাঙ্গ ভিজিয়ে
হে দেবী, তোমার আরাধনায় আমিও এসেছি কবিতা সাজিয়ে।
মধ্যযামের অভিসারে ... 'কিসমত কো হ্যায় ইয়ে মঞ্জুর, ক্যায়া কিজিয়ে !'
_______________________________________
Fate
The entire night, like a miraculous dream by the Shilai River's edge -
I've seen you in a serene temple, forgotten and deity-less.
In the liberated embrace of the body's bare,
Streams of words have touched you in the restless breeze with care.
The words have fallen like flower petals, dripping and soaking every inch.
Oh, Goddess, in worship of you, I too have come, crafting poetry in homage.
In the midst of midnight's tryst... "What fate awaits, I wonder, at the destiny's door!"