আলোকিত ভোরে তোমার নাম ধরে ডাকা
বিশুদ্ধতম মন্ত্রোচ্চারণের মতো লাগে।
পূজারিণী বেশে দেবতার মুখোমুখি
এসে দাড়িয়েছো নীলাম্বরী কাদম্বিনী।
সাধনার শ্বেত চন্দন ছুঁয়েছে তোমার
কপালে কুমকুমের সম্মোহনী প্রভা।
কুন্তলের মায়ায় জড়িয়েছো যাকে —
সে রজনীর বৃন্তে ফুটে ওঠা সঞ্চিত সুবাস।
দুচোখের পল্লবে একবার ডেকেছো যাকে —
সে আজও তোমার বিস্ময়াবর্তে
প্রদক্ষিণ ক'রে চাঁদের বলয়।
একবার এসে দাঁড়াও শরতের আঙিনায়।
শিশিরের, শিউলির, কাশ ফুলের ব্যাঞ্জনায়
তোমাকে দেখি চিরন্তনী নারী।