অনির্দেশ্য ভাবে হঠাৎই কাছে এসেছিলে দূরত্বের মাপে।
তারপর পথ নিয়ে গেলো বহুদূর, বহুদূর তাপসী সন্তাপে।
মহাশূন্যের চাদরে একা একা। নির্জন পথের বাঁক, প্রতীক্ষার মোড়।
অনন্তকাল ধরে ফুটে ওঠা মৌলিক সংখ্যাদের মতো নির্লিপ্ত, বেজোড়।
এই ধু ধু মরুপথে একটিই মরুদ্যান। এখানেই তোমাকে প্রথম ছুঁই।
প্রথম মৌলিক সংখ্যার সাথে দাঁড়িয়ে আমরা দুজন। জোড়ে, বেজোড়ে -দুই ই।
_______________________________________
Unpredictably, she had come close, measured in the distance's gauge,
Then, taking a path far and wide, immersed in the ascetic pain, engaged.
In the grand emptiness, alone and forsaken, on a desolate path, a turn awaited,
Endless time unfolds like prime numbers, untainted, unassisted, unabated.
In this arid desert path, there lies a solitary oasis, the first touch happened here.
Standing alongside the prime numbers, together we are, coupled, uncoupled - a pair.