অরুণিমা, তোমার শরীর ছুঁয়ে জেনেছি
             শব্দমালায় জলতরঙ্গ বেজে যায়।
বাতাসে ভেসে আসে রাগ চন্দ্রকোষ -
             শুদ্ধ নিষাদ বিষাদকে ডাকে, আয় !
শর্বরীর প্রহর ঘোষণা করে বৃংহণ।
              শুকতারা চেয়ে থাকে নীল তমসায়।

অরুণিমা, তোমার শরীর ছুঁয়ে জেনেছি
              কবিতার জন্মদিনেও মেঘ বর্ষায়।

____________________________

Arunima, I have sensed, with your body's touch,
Waves of eloquence surge in the sea of words.
In the breeze, melody whispers through the raga 'Chandrakosh' -
Pure 'nishada' calls out to the melancholy !
The night proclaims its sovereignty with a buzz.
The vesper star endures in the deep darkness, in azure gloom.

Arunima, I have sensed, with your body's touch,
Even on the birthday of poetry, the clouds pour in the rain...