বাড়ির ভেতর সবার দখলদারি,
ব্যালকনিটা তোমার জন্য থাক।
শব্দ দূষণ প্রবল মহামারী,
নীরবতাও এখানে নির্বাক।

মেঘলা দিনে স্মৃতির মতো জমুক,
ব্যালকনিতে বৃষ্টি ঝিরিঝিরি।
কথা-বিহীন কফির কাপে চুমুক।
দিনের শেষে তোমার কাছেই ফিরি।

ইচ্ছে যখন গোপন নীল খামে,
একলা উড়ান মুক্ত আকাশ খোঁজে।
ব্যালকনিতে শাঁখের সন্ধে নামে,
পাখির ডানা তোমার ভাষা বোঝে।

মন খারাপের প্রহর কাটে জানি,
শিশির কণাও সময় ধরে রাখে।
সাক্ষী থাকে নিঝুম ব্যালকনি,
ঝরে পড়ে, ধুলোর পরাগ মাখে।

বাড়ির ভেতর সবার দখলদারি,
ব্যালকনিটা তোমার কাছে রেখো।
কত আবেগ....ব্যর্থ, অদরকারী,
পড়লে মনে  ......... দূরে চেয়ে থেকো।