তার শরীর ছিলো সুগন্ধি এক পথ।
বনফুলে ঢাকা, রোদ-ছায়া দিয়ে ঘেরা।
প্রবেশের অনুমতি ছিলো শুধু আলোর ।
আমার ছিলো অপেক্ষার ঘরে ফেরা।

জেনে গেছি, প্রিয় ফুল ফোটে রোজ।
ঝরে যায়, গন্ধের রেশ রেখে বাতাসে।
আবেশের মতো বার বার হয় ভুল।
আমার ছিলো কবিতা লেখার খাতা সে।

_______________________

Her body, an aromatic trail, winding through,
Embraced by wild flowers, shaded and true.
Entry permitted only to the grace of light,
Mine was a return to the realm of anticipation's flight.

I've learned, the beloved flowers bloom each day,
They fall, leaving fragrance in the breeze's play.
Mistakes, like an intoxication, recur again and again,
She was my canvas for scripting poems ...in the bargain.