সেদিন অদ্ভুত রকমভাবে গোলাপ গাছটাও আত্মহত্যা করেছিলো....
শিউলির ফুল গুলো একে একে ঝরতে লাগলো,
বটগাছ খানাও সেদিন কোন কথা না বলে তার সমস্ত পাতা ঝরিয়ে দিলো,
সেদিন সত্যিই খুব অদ্ভুত রকমভাবে গোলাপ গাছটা আত্মহত্যা করেছিলো।
কোনকিছুই যেন বাধ মানছিলোনা,
সমস্ত কিছু আত্মহত্যার খেলায় মেতে উঠেছিলো,
শুধু আমার দু-খানা হাত ছাড়া।
সেদিন তোমার নির্মমভাবে চলে যাওয়ায় অদ্ভুত রকমভাবে মৃত্যু হয়েছিলো কিছু পাগলামিরও,
যার লাশ কেউ খুঁজে পায়নি কোথাও,
জীবনীশক্তি হারিয়ে একে একে সবকিছু আত্মহত্যা করেছিলো সেদিন,
শুধু আমার দু-খানা হাত ছাড়া-
হয়তো, সেদিনের রঙিন শহরের নির্মম মৃত্যুর কথা কলমে তুলবে বলে।
কি আশ্চর্য!!!
সমস্ত কিছুর মৃত্যু হয়েছিলো সেদিন অথচ দেখো,
জীবাশ্ম হয়ে আজও বেঁচে আছে সবকিছু, সেদিনের সেই গোলাপ গাছটাও
যেন ভালোবাসার জীবন্ত ফসিল।