কে জানতো, এভাবে যাবে তুমি হারিয়ে
দিবানিশি ভাবনা তোমার,
কোথা হতে কেমন করে আনবো তোমায় ফিরিয়ে।
তোমায় খোঁজার ব্যর্থ চেষ্টায় নিঃস্ব আমি নিশ্চিহ্ন,
শহর বন্দরের কোথাও খুঁজে পেলাম না তোমার পদচিহ্ন,
মাস পেরিয়ে এলো বছর
খুঁজছি তবু তোমায় নিরন্তর।
এইতো সবে জানতে পেলাম, আছো তুমি বহুদূরে আপন পূর্ণতা নিয়ে,
শূন্য আমি তুমি ছাড়া, এ-কি তোমার ছিলোনা জানা?
পূর্ণ তুমি আমায় ছাড়া, এই ছিলো আমার অজানা,
তুমি ছাড়া আমি, আমার স্মৃতিতে তুমি,
শূন্যতায় আছো মিশে মদীয় স্মৃতি হয়ে-
শূন্যতা আমার পূর্ণতা পায় তোমারই স্মৃতিতে,
অবশেষে তোমায় পেলাম খুঁজে স্মৃতির পাতা জুড়ে ।