এখন কবিতা লিখাও বারণ!!!
তবে শুনে নাও, এ আমি মেনে নিবোনা-
যদি মেনে নিই তবে ঘোর অন্যায় হবে,
তুমি চাইলে চলে যেতে পারো, কবিতার মাঝে নাহয় তোমায় খুঁজে নিবো।
প্রিয় মানুষের বারণ মেনে নেওয়া দূর্বলতা নয়,
এর মাঝেও আছে ভালোবাসা, তীব্র ভালোবাসা আর হারানোর ভয় ।
তবে যে ভালোবাসায় ব্যাক্তি তার স্বকীয়তা হারায়,
বিশ্বাস করো সে ভালোবাসাও একসময় তার স্বকীয়তা হারিয়ে ফেলে।
এমন ভালোবাসা কামড়ে থাকাকে তুমি কি বলবে জানিনা, আমি আত্মহত্যাই বলবো।
দূরে থেকেও ভালোবাসা যায় প্রিয়ো,
আমিও নাহয় তাই করবো-
আজ হতে তুমি মোক্ষ, নিষ্কৃত
তুমি চাইলে চলে যেতে পারো,
আমি কবিতার মাঝেই নাহয় তোমায় খুঁজে নিবো।