" কিছু বিষাদ হোক পাখি "
সানজিদা আক্তার সানজু
গল্পটা --
পরিত্যক্ত শহরে পরিত্যক্ত পাখির।
সেখানে কারো নিঃশ্বাসের ঘ্রাণ নেই,
কারো আনাগোনা নেই
সেখানে কেউ-ই নেই,
তবুও মাঝেমাঝে শব্দ ভাসে ডুকরে কাঁদার।
নির্বাসিত ভালোবাসার তরে,
একটি সত্তা- একটি পরিত্যক্ত পাখি,
সেই সূচনা লগ্ন থেকে বন্দী
পরিত্যক্ত শহরের নীল কারাগারে।
সেখানে কেউ নেই, কারো আনাগোনা নেই,
তোমরা ছেড়ে যাবার পর
ভুল করেও আসেনি কেউ,
তোমাদের আঘাত-ই শেষ আঘাত
তারপর,
পুরনো ক্ষতে নতুন করে আর রাখেনি কেউ হাত ।