মৃত প্রায় তিস্তার পাড়ে, নিস্তেজ বৃক্ষ চেয়ে থাকে তিস্তার কালো জলে,
একটা নীল ফিনিক্স পাখি কোথা হতে এসে যেন--
ঠাঁই নিয়েছে নিস্তেজ বৃক্ষের প্রাচীন ডালে ,
বৃক্ষটি ভাবে বখে যাওয়া জীবনের এই বুঝি গতি হতে চলল।
প্রেম বিনিময়- তিস্তার বুকে ঠাঁই দাঁড়িয়ে,
বৃক্ষটি যেন তার জীবনের শেষ নির্যাস-টুকু দিয়ে আগলে রেখেছে তাকে।
হাওয়ারা বদলাতে শুরু করেছে,
প্রতিকূলতা শেষ-- ফিনিক্স পাখি ছুট লাগালো নতুন গন্তব্যে,
বিভীষিকাময় নীল প্রেমের স্পর্শে নিস্তেজ বৃক্ষটি তার প্রাণ গাওয়ালো ,
আধ-মরা তিস্তার জলে ডুবে।