বহুদিন হয়,
কবিতায় কেউ আসেনা, কিছু আসেনা......
তুমি- তারা, ঘাস-ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু,
বিদীর্ণ মাঠ-ঘাট, কচুরিপানা, নদী-ঝর্ণা কিম্বা সিন্ধু!
সন্ধ্যা তারা, রূপোলী চাঁদ, জ্যোৎস্নার জল
ভালোবাসা-ভালোলাগা, প্রিয়জন হারানো বেদনা, অসহ্য কিছু কোলাহল!
কিছুই আসেনা
সাজেনা কোন কবিতা কিম্বা পোট্রেট।
মরছে-মারছে, পুড়ছে- পোড়াচ্ছে বড় অবেলার প্রেম,
দিগন্তের দিকে তাকিয়ে প্রেমিক থেকে প্রাক্তন
একরাশ ক্যামেলিয়া হাতে দাঁড়িয়ে অপ্রেমে আক্রান্ত যুবক-যুবতী,
সময় গড়িয়েছে কয়েক কোটি
আমরাও ছিলেম বেলাভূমির প্রান্তরে, দিগন্তের কাছাকাছি
অবেলার প্রেমে আবদ্ধ,
থুবড়ো ব্যথার তরে ঘটেছিলো বিচ্ছেদ
বিষন্ন খড়ের শব্দে হারিয়েছে প্রেম,
হারিয়ে গেছে পুরোনো সময় স্মৃতি।
বহুদিন হয়,
কবিতায় কেউ আসেনা, কিছু আসেনা
তুমি আসোনা, প্রেম আসেনা,
বহুদিন হয় কবিতাও আসেনা,
আসবেনা বলে দিয়েছে স্ট্রেইট।