কোন এক বর্ষনের রাতে,
নির্জন রাস্তায় কিংবা স্টেশন চত্বরে ,
আমাদের আবার দেখা হবে,
দূর ল্যাম্পপোস্টের আবছা আলোয়
আমায় দেখে তুমি চমকে উঠবে,
তোমার চোখে প্রশ্নরা এসে ভীড় করবে,
আমার চোখের দিকে তাকিয়ে তুমি উত্তর খুঁজে ফিরবে,
এক শহরে দুজন দু-পৃথিবীর বাসিন্দা বলে,
উত্তরে আজও ভালোবাসা পেয়ে তুমি অবাক চেয়ে রবে।
নিরব চেয়ে থাকা,
বহুদিনের জমানো জল বৃষ্টির সাথে ঝরে পড়া,
তারপর ধীর পায়ে দুজনের দু-পথে মিলিয়ে যাওয়া।