সদ্য কলেজ পড়ুয়া মেয়েটি
বয়স তার কম হলেও,
অষ্টাদশের কাছাকাছি,
নামখানা তার মিষ্টি ভারী,শ্যামলী।
না,না নয় সে শ্যামং,
দুধে-আলতা তার গায়ের রং,
প্রেমিকেরা হয় দিশেহারা,
চোখে অষ্টাদশীর এমনই মায়া।
অষ্টাদশীর বাঁকা চলন--
ছেলে-বুড়ো সকলেরই
কামাসিক্ত হয় মন।
নিত্যনতুন আসে চিঠি,
" ওহে অষ্টাদশী, প্রেম করিবো তোমার সনে "
ডাকবাক্স তার সদা'ই ভর্তি,
হরেক প্রেমিকের এমন চিঠিতে।
আজ শ্যামলী প্রেম প্রেয়সী,
অসত্য নয়, গুণী লোকে কয়,
অষ্টাদশ হয় এমন,
এ বয়সে প্রেম না হলে, হবে আর কখন?
কেউ কেউ কয় -- এ প্রেম প্রেম নয়,
যেন এক ব্যাঘ্র থাবা, স্বপ্ন হননের থাবা।
স্বপন ছিলো অষ্টাদশীর,
মস্ত বড় হবে সে একদিন,
স্বপন হারা সেও হলো অষ্টাদশের প্রেমে।
হৃদ গহীনে ভাবনা আসে,
মন-মনামন প্রশ্ন জাগে,
অষ্টাদশী, তুমি কি সত্যিকার প্রেমি
নাকি অষ্টাদশে দোষী?