উত্তরের হাওয়ায় বেশ প্রশান্তিময় বিকেলে
সূর্যান্তের লাল আভায় অবুঝ খ্যাপা-মন
কাঁচা আবেগ আর ভগ্ন-হৃদয়ে করি দুঃখ বিচরণ।
বিনাশের বার্তা নিয়ে এসেছে ঐ আকাশ হতে চিল
অপ্রবোধ আর প্রবঞ্চনায় বিষাদ মোরে করেছে নীল।
সহস্রতালে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে
নগ্ন পায়ে হেঁটে আসে বিবাগীনি দুঃখ-ভোগ
আমার বুকের মধ্যে চিত হয়ে বসে রূপালী কষ্ট
দুষ্প্রাপ্য আশায় বারংবার আমি নিলামে উঠি
জগত্তারিণী কোন মায়ায় যে লেপ্টেছে এ জীবন!
কে জানে?
আকস্মাৎ সে পিছুডাকে—প্রিয়তম বলে চিৎকার করে
র্নিলজ্জের মতো আবার আমি পিছু ফিরি
আবার সেই অবহেলাকে প্রিয়তমা-প্রেয়সী ভাবি
অথচ এভাবে সে বারবার আসে ফিরে
অবহেলাকে সঙ্গী করে—ভালোবাসাকে নিলামে তুলে
অবজ্ঞার ছাপে,ভৎসনার তাপে,বিষাদ আর অবসাদে
হারিয়ে যায় আমি বারবার সেই উত্তাল প্রতিকূলে।