নিশীথের প্রহর গুনতে গুনতে রাত্রি প্রায় শেষ
দূর-অম্বরে নির্বাক নির্ভয়ে চেয়েছি অনিমেষ
আজ নির্জনে গগনপানে চেয়ে করি সবিনয়
পেতাম ফিরে যদি সেই শারদী,যেথা হৃদয়
সিক্তময়।

তাঁর পাশে বসে, হাতে হাত রেখে
করেছি—কতো যে আলাপনা
আজ কেন তবে এতো দুরত্ব বেড়ে
দুজন দু'পাশে হয়েছি আনমনা।

কতোদিন হলো দেখি না তোমায়
কতো প্রহর গেল তোমা অপেক্ষায়
আর কতো মহাকাল থাকবো চেয়ে
আর কতো অব্দকাল প্রতিক্ষায় রয়ে
জীবনসায়াহ্নের অন্তিমকাল খোয়াবো নীরবে
বিচ্ছেদের বিরহে নিভন্ত প্রদীপ হয়ে জ্বলবো অকালে
তবে এসো প্রিয় সকল অলীক ছিন্ন করে
জীবনের যত পিছুটান সবকিছু অর্থহীন করে
এসো মোর একান্তবর্তী নির্জন জীবনে
যেখানে তুমিহীনা বৃথা মোর ভুবন
যেখানে তুমিবিনা মরুভূমি এ জীবন
যেখানে তুমিই মোর চিরায়ত চির-প্রিয়জন।

এতো দুরত্ব কেন প্রিয়, এসো মোর কাছে
চোখে চোখ রেখে নতুন পৃথিবী দেখবো
যেখানে হবে না কখনো আকস্মাৎ জীবনক্ষয়
যেখানে থাকবে না কোন অকাল মৃত্যুভয়
নতুন পৃথিবী নতুন নিয়মে সাজবে অমিয়ময়।

২২/০৪/২০২০ইং