বসন্তের হাওয়া বইছে দিকে দিকে
তবুও ভালোবাসার কোন আনাগোনা নেই
নেই কোন রঙ্গনীয় রসদ-রঞ্চনার অভিবাদন
মনোরঞ্জক শ্লোকের চিহ্নটুকু শুনি না শ্রীয়জন হতে
প্রিয়জনের পত্রও আসে না বহুদিন হলো
তবে কি ভালোবাসা দিন দিন ফুরিয়ে যাচ্ছে
নাকি, বীভৎসতা অতিপ্রাকৃতকে গ্রাস করেছে?

ভেবেছিনু, বসন্তে বুঝি প্রেমের নতুন সূচনা হবে
চারিদিক হতে ভেসে আসবে নব্য-প্রিয়তার সুবাস
নিঃশ্বাসের প্রতিটি স্রোতে আলিঙ্গিত হবে
প্রেমিকের হৃদয়-আবাস।
কিন্তু কই? প্রেয়সীর নব্য-আতরের হাহাকারে
আজ জর্জরিত প্রেমিকের দল।

হয়তো সত্যই আজ ভালোবাসা লুপ্তপ্রায়
নয়তো এ বসন্তে রৌদ্রের এতো উত্তাপ হবে কেন!
হয়তো সত্যই আজ প্রণয়-প্রীতির বড্ড অভাব
নয়তো প্রভাতের অরুণ-রাঙা আকাশটাও
এতোটা বিদঘুটে হবে কেন!
হয়তো সত্যই আজ মায়াবী-অক্ষি নির্বাপিত
নয়তো মধ্যাহ্নের অগ্নিক্ষরা 'লু' বাতাসটাও
এতোটা হিংস্র হবে কেন!
হয়তো সত্যই আজ অনুরাগী-সত্তা ভীষণ নির্বাক
নয়তো নিস্তব্ধ নির্জন রাতের সুকোমল মৌনতা
এতোটা অসভ্য হবে কেন!
হয়তো সত্যই আজ ভালোবাসার বড্ড অভাব!

২২/০২/২০২০ইং