বৃক্ষরাজি,
আমি আর বড় হতে চাই না
আমি এই ধরণীর পাপাচরণে আর মগ্ন হতে চাই না
এই লিখিলের বিষাক্ত বাতাসে
আমার কন্ঠ আঁটসাঁট হয়ে এসেছে
আমি একটু বিশুদ্ধ নিঃশ্বাস নিতে চাই।

মহীরুহ—তব বিশালাক্ষে মোরে গ্রহণ কর
আমি আর চাইছি না নিকৃষ্ট-বিহ্বলতায় বাঁচতে
আমি তোমার গহ্বরে তলিয়ে যেতে চাই
অর্বাচীন হতে চাই তোমার অস্তিত্বের নিঃশ্বাসে
অনুজন্মা হয়ে দেখবো প্রকৃতির লীলাখেলা
লক্ষ-বছর অতিক্রমে পৌছাবো—তব অঙ্কুরে
সৃষ্টির অন্তরালে লুক্কায়িত রহস্যের ভেদ খুঁজবো
এভাবেই প্রকৃতির রূপ-রস-গন্ধের সত্তায় পৌঁছাতে চাই— আমি।

বিশ্বকর্মা এই অপরূপ  সৃষ্টি যে অহেতুক করেন নি
পরিচয় দানে—পরিচয় প্রদানের উদ্দেশ্যেই যে এতোকিছু
এই নিখিলেশের প্রতিটি বালুকণাই যে
তাঁহার স্রষ্টাত্বের এই রহস্য বহন করে
আমি সেই রূপের অন্তরালে পৌঁছাতে চাই।

৩০এপ্রিল,২০২০ইং