ওহে মৃত্যুজ্ঞয়ী নবীন
জগতের তান করিয়া বৃথা
তোমরা যে করেছো বিশ্বসেবা
তোমার যে সেজেছো আর্তি-ক্রেতা
জগতের তরে কালের ক্রোড়ে
তোমরা যে গড়েছো সত্য প্রথা
উজ্জীবিত করেছো সকলের চেতনে
স্বাধীনতার যে স্বাধীন চেতা
সময়ের স্রোতে, সভ্যতার তটে
তোমাদের সত্যের স্বর, বজ্র কণ্ঠে
পৃথিবীর চারিদিকে প্রতিধ্বনিত হয়ে
দীপ্ত-আলোকে ফিরবে আবার হেথা।

তোমরা সত্য-উদ্যমে গড় নব্য ভুবন
রক্ত-মজ্জায় টান তুলো নব-উল্লাসে
সত্য-সুন্দর-সভ্য কর যৌবনের বিচরণ
পরমানন্দিত শ্রেষ্ঠ কর কৈশোরের শিহরণ
একদিন,
তোমাদের চিত্ত আলোকে আলোকিত হবে
মানব হৃদয়ের লুকায়িত নিরব জাগরণ।

তোমার শুধু সত্যের পথে থেকো
প্রতিকূলেও সত্যের পাল ধরো
তোমাদের জয় সুনিশ্চিত ভাবে
ইতিহাসের পাতায় থাকবে গাঁথা।

০১/০৬/২০২০ইং