মৃত্যু ধেয়ে আসছে প্রিয়
সময় খুব স্বল্প, শুধু ভালোবাসা নিও
না বলা বহু কথা আপাতত নির্বাসিত থাক
কোন স্বাধীন সকাল যদি ফিরে আসে
তবে একগুচ্ছ গোলাপ হাতে অপেক্ষায় রব
তুমি শুধু বেরিয়ে এসো—মুক্ত আকাশের নিচে
দুজন মিলে হারিয়ে যাবো—ঐ উদয়গিরির ওপাশে ।
দিকে দিকে এখন মিছিল চলছে—মৃত্যুর মিছিল
সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মনোজ্ঞ-প্রেমী আদমেরা
এ ডাক উপেক্ষা করবে এমন দৃশ্য অসম্ভব
হঠাৎ যে কখন ডাক পড়বে —কে জানে?
তবু বাঁচার অভিপ্রায়ে আকুতি করছে সবাই
আর্তচিৎকারে জীবন ভিক্ষা চাইছে প্রভুর দ্বারে
ব্যতিক্রম আমিও নই— চাইছি জীবন ভিক্ষা।
এমন জীবন-মরণ সন্ধিক্ষণে
চিত্তাকর্ষক বদেরাও উদ্ধগগনে চেয়ে থাকে
এখন নব্য-প্রেমিক হওয়া মানায় না প্রিয়
তবুও তোমায় প্রদীপ জ্বালিয়ে রাখতে বলবো।
হঠাৎ যদি খবর আসে—স্বাধীনতা পেয়েছি
হঠাৎ যদি শোনা যায়—মুক্তির জয়ধ্বনি
তবে মনে রেখো—সেদিনই গৃহহীন হয়ে যাবো
হারিয়ে যাবো ঐ অম্বরের নীহারিকায়
নীল আকাশে গা লেলিয়ে স্বপ্ন আঁকবো
পাতায় পাতায় লিখে রাখবো নব্য সূচনার কথা
বহু উঠো চিঠি পাঠিয়ে দিবো দূর নীলিমায়
স্বাধীনতার সাধুবাদ জানাবো প্রত্যেক অপরিচিতকে
রঙিন ঘুড়িতে লিখে দিবো মুক্তি জয়গান
আহা, কি অপরূপ দৃশ্য হবে সেদিন।

আর কতো অপেক্ষা-স্বাধীনতা
বীর বেশে মুছে দাও-পরাধীনতা
দিকে দিকে এঁটে দাও মুক্তির গান
গর্জে উঠুক আবার মোদের প্রমোদীয় তান।

৭/৪/২০২০ইং