আদিগন্তে আবারও মন যেতে চাই
নীহারিকা ছাড়িয়ে আমি সত্ত্বা ছুঁতে চাই
হারাতে চাই আবারও অভিনব ঊর্মিতনে
আত্মার অস্তিত্ব খুঁজতে চাই,সেই জলধিপানে।
আবারও মোর অন্তরে চেতনা জাগে
নীরব অভিপ্রায়ে সৌষ্ঠবীয় সূচনা চাহে
বক্ষ-হৃদয় যতো চিত্ত-যাতনায় ভোগে
সকল ক্লেশ-পীড়া সিন্ধে ভাসিয়ে দিয়ে
মনোহর শোভনে যৌবন সাজাতে চাই।
আবারও বিশালতায় অন্তর রাঙাতে চাই
আঁধারের শূন্যতা মিটিয়ে প্রদীপ জ্বালাতে চাই
আমি সকল বদান্যতা পিছে ফেলে রুখ্যতা নিরুপমে
অনুপম স্বচ্ছন্দতায় নব্য আগমনী সৌরভ ছড়াতে চাই।

২২/০১/২০২০ইং