মৃত্যুর মিছিলে গগণ আজ নিস্তব্ধ-নিথর
নব-শার্দূলের বজ্রধ্বনি এখন নিরীহদের মতো
মনোরম কুঞ্জবনেও এখন আগুনের ধোঁয়া
দিকে দিকে ঝঞ্ঝামেঘে নেমে এসেছে আঁধার
মৃত্যুর ঘনঘটায় কাতর হয়েছে শৌর্যের ঝংকার
বহু রঙিন রঙ্গনে ঢুকেছে অভিশঙ্কিত ভয়
হঠাৎ কর্ণকুহরে শোনা যায় অগ্নিক্ষরা গহন
এই বুঝি বেজে উঠছে বিদায়ের রণগীতি
এই বুঝি শোনা যাচ্ছে মৃত্যুর আহাজারি
এই বুঝি মৃতুয প্লাবনে ভেসে যাচ্ছে বহুস্মৃতি
আজ হচ্ছে কি এসব?মানুষ কেন এখন নির্বপনে-নীরব
চারিদিকে শুধুই বাড়ছে আর বাড়ছে মৃত্যুর কলরব!
শোন মানুষ,
ত্যাগ করো তব বশীভূত আঁধার
ভুলে যাও তব আধিপত্যের বিস্তার
এসো আজ নব দিগন্তের পথে
ঐ যে দেখো নব-উদ্যমে নতুন সূর্য উঠেছে
নবস্পৃহাতে 'ইসলাম' আজ প্রজ্জ্বোলিত হয়েছে
এসো গ্রহণ করো, প্রকৃত সত্যের এই চিরায়ত নিমন্ত্রণ।
২১/০৩/২০২০ইং