যেনো মহাকাল সব ভুলে আজ দিয়েছে তার দুয়ার,
আকাশের সব আলো নিভিয়ে জ্বেলেছে অন্ধকার।
এমন কিবা চেয়েছি আর,
     ভালো থাকার কি নেই অধিকার!
তপ্ত শরীরে রুক্ষ ভূষণে,
     পুষ্প আর শোভিত হয়না দেহ কাননে।
জানিনা কবে ফিরব নিজেতে আবার,
ওহে মহাকাল দিয়ে দিও না তোমার সে দুয়ার।
হাসিমুখটাকে দেখছে সবাই,
    প্রকৃত হাসি পেল না ঠাই।
জীবন থেকে আপনত্ব হলো যে আড়াল,
দুয়ার থেকে ফিরিয়ে দিওনা ওহে মহাকাল।