আমি দূর্গম আমি তিমির জয়ী,
  আমি অদম্য শত্রুর কাছে হওয়া বিজয়ী।  
আমিই অতীত আর আমিই আগামী,
   আমার ভিতর বাস করে সেই মহান
   অর্ন্তযামী।

আমিই ধীর আমিই শান্ত,
  আসিলে সময় আমিই সেই নিত্য,সত্য,
  জ্বলন্ত।  
দেহখানি এক শুভ শক্তিতে অতল,
কেঁপে ওঠে সব অন্যায়ের বক্ষ রাখিলে
চরনতল।

পিতামাতার সেই গর্ব আমি,
     রাখি অন্তরে সেই আদি সত্যের ভূস্বামী।
আমি চির নির্মল সেই সূর্য উঠতে দেখি পূর্বদিকে,
করি জাগ্রত এইভাবে অন্তরে সকলে আমার
আমিকে।