আশ্বিন দিনে ঈশান কোনে বসেছিলাম আমি আনমনে,
হঠাৎ দেখি আসিতেছে এক এলোকেশী করিয়া আলোড়ন ভূবনে।
মনে আছে শুধু কোনদিন কভু দেখিনি এমন রূপের ব্যাপ্ততা,
সেদিন না চাহিলে জানিতামও না এমনও আছে রূপের স্বার্থকতা!
নিজেকে সেদিন লাগছিল এক হন্যে পথিকের ন্যায়,
ভুলিয়াছিলাম এক অপরিচিতার দিকে তাকানোতে কি আছে ন্যায় - অন্যায়।
হৃদয় তাহার দিকে তাকিয়ে দিতে চাইছিল প্রেমাঞ্জলী,
ডাকছিলো এক নতুন নামে তাহার পথগুলি।
তবু মনে হয় কী যেন এক ভয় করছিলো আমায় বারন,
যদি সে আমার প্রেমাঞ্জলীর দিয়ে দেয় বিসর্জন।
দেখিতে দেখিতে কাটিল সময়,
বলিতে না কিছু পারিল হৃদয়।
হৃদয়ে তুমি স্থান করিয়া নিলে নিজ থেকে বেশী,
অসম্পূর্ন এই প্রেম কাব্যের রচয়িতা তুমি এলোকেশী।