বন জুড়ানো বৃষ্টি পড়ে ঝরে,
শাল জারুলের  চিরহরিৎ  বুকে।  
রং রুপোলী পর্ণমোচী সুরে
মন খারাপের  চিরচরিত সুখে।

বনগভীরে  দমকলটি ছোটে ,
আগুন তো নেই বৃষ্টি মাখা বন।    
ফিস্‌ফিসানি গাছগাছালি মাঝে
আগুন তো নেই, পুড়ছে তবে মন।

পাতায় ফুলে আকাশভাঙ্গা সুরে,    
দমকলটির ফায়ারবেল ঘোরে।  
ছুটতে থাকে ভিতরঘর পানে,
মনটি বনের, কেমনধারা পোড়ে।

বৃষ্টি থামে স্রোতস্বিনীর পাড়ে,
স্ফটিক আকাশ পাশ ফিরে সে শোবে।    
পাপড়ি নীলে, পাতার নীলে ঝরে
মনের আগুন  জলের মুখ ছোঁবে।
...
যে পথ দিয়ে দমকলটি গেল,
ফিরল না তো, সন্ধ্যা নেমে এল!