সারারাত একা জেগে থাকে আমাদের বাড়ি
মা চলে গেলেন, দূর থেকে দরজা ভিজিয়ে
আরো দূরে চলে যান বাবা সন্ধ্যার আভাষে
পথে পথে কীর্ণ থাকে তারার আলোয় শান্ত
একলা বাড়িতে ঘনায়মান কার না-থাকা
শ্যামকাঞ্চনের পাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে
তারার আলোয় আঁধারিম একটি সহজ গাছ
কে জানে কি নাম তার অনিঃশেষ সাদা ফুল
কোথাও বিষাদ নেই স্বচ্ছ জ্যোৎস্না-আঁধার
বরফের মতো ঝরে পড়ে একলা বাড়িতে।