আজ সারাদিন বৃষ্টি ঝরে যায় আর সাদা নৌকাগুলো ভেসে আসে আমার ব্যালকনির দিকে
বহুদূরের স্টেশনে বসে আছ তুমি, তোমার ভাসানো নৌকায় ভালোবাসা ভরা আছে ভেবে
আমি সব নৌকাকে থামাই আর নীল রঙে ভরে তুলি, কোনটি তোমার যেন
কি রকম রঙ ছিল তোমার ভালবাসার, অশ্রুজলে ভরা ছিল
আজ তারা মেঘলা আকাশ আর নৌকার মতন ভেসে যায়
তোমার ট্রেন কি এসে গেল, ট্রেনের বাতাসে দু’একটি চূর্ণকুন্তল
রান্নাঘর থেকে ভেসে আসে কেটলিতে জল ফোটার সুবাস
তোমার রোপিত রোগা গাছগুলো সবুজ পাতায় ভরে ওঠে
ষ্টীলের কেটলি , পাতার মর্মর এখনো জানে না ট্রেনের বাতাসে
ভেসে যাচ্ছে তোমার দেহের সুবাস অনেক দূরের কোনো রেলগেটে
ভেসে যায় বৃষ্টি ভেসে যায় নৌকা চূর্ণকুন্তল সরিয়ে।