আমাদের সকাল সন্ধ্যা রাত্রি সবই
চলে যাবে ওদের ভোগের উল্লাসে...
আমাদের জীবন যৌবন যাবে
দেহের শক্তি সামর্থ্য সুস্থতা যাবে,
আমাদের স্বপ্ন যাবে আশা যাবে
সব সম্ভাবনা যাবে, হৃদয়ের যত
সজীবতা হারিয়ে ধূসর হয়ে যাবে-
মরা মাছের মতো দৃষ্টি ঘোলা হবে
শিরদাঁড়া বেয়ে বেয়ে উঠবে ব্যাধি,
রক্তে গ্লুকোজ বাড়বে, হার্টে ব্লক হবে
চামড়া কুঁচকে খসখসে হবে
শুকনো পাতার মতো, আর আমরা নিক্ষিপ্ত হবো
সময়ের আঁস্তাকুড়ে!
ওদের কাছে নতুন রক্তমাংসের মূল্য খুব বেশী
সতেজ চামড়াকে ওরা ভালবাসে ঢের-
নবীন যারা তাদের ডেকে নেয় কাছে
যাত্রা করে আকাশকুসুম পথে!
রংতুলি হাতে ধরিয়ে দিয়ে
ভুলিয়ে রাখে রাত্রিদিন
কর্পোরেট স্বপ্নে!
ওদের সাম্রাজ্যের সীমানা বাড়াতে বন্দী হয়
কোটি কোটি তারুণ্যের পাখি-
ওদের লোভ লালসা আর বিলাসিতাকে
বাস্তবে রূপ দিতে উদয়াস্ত খেটে মরে
কোটি কোটি প্রাণ...
জীবিকার কাছে বিক্রি হয়ে যায় সমস্ত জীবন!
কর্পোরেটের দুয়ারে আমরা সবাই নিঃসঙ্গ পতিতা!
সব বিকিয়ে যখন বের হয়ে আসি ভবের হাটে
ততদিনে হয়ে যাই বিগতযৌবনা-
নিঃস্ব হয়ে ঘুরে বেড়াই পথে পথে!
জীবনের হিসাব মিলাতে বসে ভাবি-
স্বপ্ন কোথায়! আনন্দ কোথায়! শান্তি কোথায়!
আমার যে কিছুই পাওয়া হলো না!