স্বদেশ তুমি সতীন হলে!
যাদের তুমি সব দিয়েছ, সব দিয়েছ...
তোমার রুগ্ন হাত ভাঙ্গা পাঁজর শীর্ণ বুক
সব মেলে দিয়ে যাদের তুমি
দিয়েছ সম্মান দিয়েছ বৈভব-
তারা ছিল কি তোমার হৃদয় সখা?
ছিল কি তোমার প্রাণেশ্বর?
সব লুটে যে আজকে তারা
বাঁধছে কোথায় দ্বিতীয় ঘর?
স্বদেশ তুমি সতীন হলে?
সব চলে যাক তোমায় ছেড়ে-
আমরা আছি তোমার সাথে
কাঙাল যত এতিম ছেলে।
(কাব্যগ্রন্থ- ‘কবিতার বান্ধবীরা’/শব্দশিল্প প্রকাশনী/স্টল নং: ২১০-২১১/একুশে বইমেলা-২০১৭)