স্বাধীনতা এসেছিল কৃষ্ণচূড়ার মতো
অনেক রক্ত বুকে নিয়ে,
স্বাধীনতা এসেছিল কালবৈশাখীর মতো
ভীষণ তাণ্ডব মুখে নিয়ে-
স্বাধীনতা এসেছিল শীতের সূর্যের মতো
অনেক স্বপ্ন চোখে নিয়ে!
লক্ষ প্রাণের বিনিময়ে এসেছে স্বাধীনতা
পেয়েছি পতাকা...
পেয়েছি মানচিত্র...
পেয়েছি জাতিসত্তা!
তবু দেখি আজো প্রতিক্রিয়াশীলের নখের আঁচড়ে
লুটেরাদের অবিরাম অস্থিমজ্জাসমেত শোষণে
ব্যর্থ রাজনীতির বীভৎস কোলাহলে
লুণ্ঠিত মানবতার তপ্ত উঠোনে
অসহায় রক্তাক্ত শুয়ে আছে
প্রিয় স্বাধীনতা!
স্বাধীনতার মৌলিক দর্শন ফিকে হতে হতে
হয়ে গেছে আজ পুঁজিবাদের এক বিলাসী স্বপ্ন!