এই কবিতারা টিকবে না জানি ভেঙে পড়বে দ্রুত
ভূমিকম্পের একটু কোমর দুলুনিতে অথবা সামান্য ঝড়ে
এই কবিতারা জানি দাঁড়িয়ে থাকবে না কখনোই
ভেঙে পড়বে হুড়মুড় করে!
এই কবিতায় চিত্রকল্পের যে রড ব্যবহার করা হয়েছে
তা বুয়েট থেকে ফ্যাটিগ পরীক্ষিত নয়-
শব্দের যে ইট এখানে দেখতে পাচ্ছেন তাও যেনতেন নিম্নমানের;
উপমার যে খোয়া দেওয়া হয়েছে তাতো খুবই ভঙ্গুর!
আর ছন্দের সিমেন্ট ব্যবহার করার কথা থাকলেও সেখানেই মূল ফাঁকি...
দেয়া হয়েছে ছন্দহীনতার কাদা-বালি।
অথচ কবিতার একটা ডুপ্লেক্স বানানোর শখ আমার বহুদিনের!
তাই আমি একটু একটু নিজের মতো করে গড়ে নিচ্ছি
আমার স্বপ্নের বাড়ি...
অচিরেই আপনারা দেখতে পাবেন ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে
স্বপ্নের মৃতদেহ- সারি সারি!