মেতে আছি আমিও আহা মেতে আছে সবে
মেতে আছে সবাই নিদারুণ দখলের উৎসবে!
দখলের খেলায় যেনো মেতে আছে প্রতিক্ষণ
এই প্রকৃতি আর সমাজ সংসার জীবন!


সূর্যের বিদীর্ণ আলো’কে দখল করে নেয় রাতের আঁধার
রাত আবার দখল হয়ে যায় প্রভাতের কাছে!
বর্ষার মেঘমালা দখল করে আসে শীতের শিশির,
শীতের নেকাব ছিঁড়ে ফেলে তখন গ্রীষ্ম প্রবল হাসে...


নদী দখল হয়ে যায় ক্ষমতার কালো থাবায়
জমিজমা দখল হয় ভূমিদস্যুর গ্রাসে..
ফুটপাত রাজপথ পার্ক দখল হয় সামান্য বখরায়
ন্যায়নীতি দখল হয় হীন স্বার্থের ত্রাসে!


আমার শৈশব দখল করে ঘরময় হাঁটে আমার সন্তান,
আমার পিতাকে নির্বাসনে দিয়ে আমি দখল করে নিই
তার কর্মের আসন! যখন আমার সন্তান বসবে এই চেয়ারে,
অসহায় আমি হেঁটে হেঁটে চলে যাবো মৃত্যুর দুয়ারে!


সবকিছু দখল হয়ে যায় সময়ের নোনাজলে
জীবন ফুরায়ে গেলে দেহ দখল হয় মাটি অথবা চিতার আগুনে!
স্বপ্ন কি দখল হয়? প্রভু স্বপ্ন কি দখল করে কিছু?
জানি না আমার স্বপ্নেরা ঠাই পাবে কার বুকের পাঁজরে!