জীবন এক ঠুনকো মেঘ ছাড়া আর কিছু নয়
এক বরষায় ঝরে ঝরে কেমন নিঃশেষ হয়ে যায়!
শুধু একটি বর্ষা!
তবু ক্ষুদ্র এই সময়ে কত ভাঙ্গা-গড়া কত দাবিদাওয়া!
কত অস্থির স্রোত বেয়ে বেয়ে যাওয়া...
কত দ্রুত বদলে যায় সব! স্থির থাকে না কিছুই!
এখানে স্থির থাকে না স্বপ্ন...
স্থির থাকে না প্রেম...
স্থির থাকে না বিশ্বাস...
স্থির থাকে না সম্পর্ক...
মেঘের মতো রঙ বদলায় সব!
আমার বুকের জলজ আঁধারে আমি ভেসে গেছি বহু দূরে
আমিও ঝরে যাবো এভাবেই ক্ষয়ে যাবো নিভৃত অগোচরে...
আগামী বর্ষায় নবীন মেঘে মেঘে ছেয়ে যাবে আবার
তাদের আকাশে তারা গড়াগড়ি খাবে আনন্দ অভিলাষে,
ঘর্ষণে ঘর্ষণে ভীষণ গর্জে উঠবে...
বিদ্যুত চমকে ঝলসে উঠে তারা আলোকিত হবে...
তারাও তুলে নিবে জীবনের বোঝা, আহা
কেউ কেউ না বুঝে ভুল পথে চলে যাবে!
এভাবে যাবে- সকলেই যাবে
দেখে যাবে শুধু একটি বর্ষা অনন্ত নীলিমায়...