আমি যদি মরে যাই অতর্কিত নোটিশে
এই উচাটন আত্মার ঋণ অতৃপ্ত হৃদয়ের ঋণ
যতোটা পারো শোধ করে দিও...
এই বাংলার ফুল আর পাখির কাছে
আকাশের নীল আর উদার সবুজের কাছে
বিষন্ন মেঘ আর তন্ময় বৃষ্টি-বাতাসের কাছে
দুঃখিনী নদী আর প্রেমময় সমুদ্রের কাছে
ধ্যানমগ্ন পাহাড় আর ভীত সুন্দরবনের কাছে
বিস্তীর্ণ শ্যামল আর জননীর মতোই স্নেহময়ী
ফসলী জমির কাছে, নির্লোভ নিঃস্বার্থ দয়ালু
এই বাংলার কৃষকের কাছে, শ্রমিক আর মজুরের কাছে
কাঠফাটা রোদে দরদর ঘামতে থাকা রিকশাওয়ালার কাছে
বিজয়সরণীর মোড়ে যে যুবক রোজ পত্রিকা বেচে যায়,
যে কিশোরী ফুল বিক্রি করে সিগন্যালে থেমে থাকা
গাড়িগুলোর কাছে গিয়ে- যা ভালোবাসার অব্যক্ত পাপড়ি;
আর সদা লাস্যময়ী কমনীয় এই বাংলার নারী ও শিশুর কাছে
আমি অনেক ঋণ করে গেছি!
আমি যদি সত্যিই মরে যাই অতর্কিত নোটিশে.....
এই ব্যর্থ আর অ-কবির লেখা এ কবিতাটা
ওদের কাছে পৌঁছে দিও!