পাখিরা সব কষ্ট মুছে ফেলে মেঘে¬-
আমি কোথায় লুকাবো এ বিষাদের মুখ?
আয়নার সামনে দাঁড়ালে ঝনঝন ভেঙ্গে পড়ে
জলে প্রতিবিম্ব দেখতে যাই- নদীতে ঘূর্ণি ওঠে
ঘোলা ঢেউ আছড়ে পড়ে বুকে!
একদিন গিয়েছিলাম চিড়িয়াখানা,
পরদিন পত্রিকাগুলো খবর ছাপালোঃ
“বাঘ মরে গেছে”!
ভিড়, হৈ-হুল্লোড় এড়িয়ে যেতে চাইলেও
একদিন গিয়েছিলাম রঙের উৎসব-
পহেলা বৈশাখে,
আর সেদিনই কী বীভৎসভাবে
বয়ে গেল রক্তের ফেনা রমনার বটমূলে!
আমার মুখে গ্রহণ লাগা সময়ের একি প্রতিচ্ছবি
ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে প্রকম্পিত হয়ে ওঠে;
দুধে মুখ রেখে কেঁদে উঠল অবুঝ শিশুরা!
ফুলের দোকানগুলো ঝলসে গেল হঠাৎ!
মাটি ফুঁড়ে জন্ম নেয়া অচিন বৃক্ষের মতো
কিছুটা দূর থেকে সবাই এখন অবিশ্বাসের চোখে দেখে
আমার স্বদেশ আমার মা’কে।
**উৎসঃ কাব্যগ্রন্থ- ‘এপ্রান্ত আমার’/আছির মাহমুদ/২০০৬