যদি বলো শরীরের সব রক্ত ফেলে দিয়ে
বিবর্ণ মুখের সৌন্দর্য উপভোগ করতে-
কে আর চাইবে বলো?
যদি নারীর জরায়ু কেটে ফেলে
তাকে উদ্বুদ্ধ করো গর্ভধারণের-
এও কি সম্ভব!
যদি পাখির ডানা ভেঙ্গে
তাকে উড়তে দাও আকাশে?
যদি ঘরের অ্যাকুরিয়াম দেখিয়ে বলো
নদী ঠিক এমনই!
চিড়িয়াখানায় তো সকল প্রজাতির প্রাণীই আছে-
তাই বলে কি সুন্দরবন?
অথচ যখন মানুষ অন্ধ হয়ে যায়
ক্ষমতার মোটা ফ্রেমে দূর থেকে দেখে সবকিছু-
তখন তারা বুঝতে পারে না মানুষের ভাষা!
বুঝতে পারে না সুন্দরবনের কান্না!
আসলে ভালোবাসা ছাড়া কিছুই বাঁচে না!
নদীমাতৃক বাংলাদেশে সব নদী আজ মৃত-
আমাদের গর্বের সুন্দরবন আজ হুমকির মুখে!
আমাদের সন্তানদের একদিন জাদুঘরে নিয়ে গিয়ে
দেখাবো সুন্দরবন!