তিনটা পৃথিবী-
আলো-অন্ধকার, আলো আর অন্ধকারের!
আমার বিধাতা বললেন, “কোথায় যাবে?”
যেহেতু আমার সময়টা এক ঘোর লাগা শৈশব
অন্ধকার খুব ভয় পাই, বেশি আলো অসহ্য হয়
তাই বললাম- “আলো-অন্ধকারে”!
তিনটা পৃথিবী-
আলো-অন্ধকার, আলো আর অন্ধকারের!
আমার বিধাতা বললেন, “কোথায় যাবে?”
যেহেতু আমার চিতার মতন শুধু যৌবন ক্ষুধা
চরম ভোগাশাবাদী, চাই চাক্ষুষ সকল গ্রন্থির স্বাদ
তাই বললাম- “আলোয়”!
তিনটা পৃথিবী-
আলো-অন্ধকার, আলো আর অন্ধকারের!
আমার বিধাতা বললেন, “কোথায় যাবে?”
যেহেতু ভাটার টানে জীবন আমার অস্তাচলে
বড় ক্লান্ত, একটু বিশ্রামের খুব প্রয়োজন
তাই বললাম- “অন্ধকারে”!
তি-ন-টা পৃ-থি-বী...