আমার দুঃখের ভিতর এখন বইছে এক রক্তনদী
আমার স্বপ্নের ভিতর এখন বইছে এক রক্তনদী
আমার ভালোবাসার ভিতর বইছে রক্তনদী...

বছরের যে মাসকে আমি খুব পবিত্র জানি
সেই রমযানের সকাল সন্ধ্যা রাত্রি জুড়ে শুধু রক্ত!
আমার সেহরি জুড়ে রক্ত...
আমার ইফতার জুড়ে রক্ত...
আমার তারাবীহ নামাযে শুধু রক্ত!

ধর্ম কি এখন বদলে গেছে খুব?
আত্মার পরিশুদ্ধির কথা বলে না-
আত্ম-জিহাদের কথা বলে না-
শান্তির কথা বলে না?

হাদিসে বর্ণিত- মহানবী (সঃ) এর কাছে এক বিধর্মী
পাওনা অর্থ চাইতে এসে নবীজীর বংশ নিয়ে
কটু কথা বললে হযরত ওমর (রাঃ) এগিয়ে এলেন
উন্মুক্ত তরবারী হাতে-
তখন নবীজী তাঁকে তিরস্কার করে বললেন,
তোমার কাছে এই বিধর্মীও ভদ্র ব্যবহার পাবার অধিকারী!

আমি জানি না কেন এত এলোমেলো কথা লিখছি আজ!
আমি জানি না নতুন করে শিখব কিনা
ধর্মের তত্ত্বকথা, রক্তকথা...
আমিও কি আজ শিখে নিব মানুষ হত্যা নৃশংসতা!

চৌদ্দ’শ হিজরির পরের কথা বর্ণনা করতে গিয়ে
মহানবী (সঃ) ডুকরে কেঁদে উঠলেন-
গায়ে কালেমা লেখা একদল পাখি ময়লা ভক্ষণ করছে খুব!
তবে কি এখন মৌসুম এসেছে সেই পাখিদের
বেড়ে গেছে আনাগোনা,
দেশে দেশে তাই আজ এত হত্যা আর রক্তের বন্যা...

লাইলাতুল কদরের এই দিনে একটাই প্রার্থনা-
অপশক্তির শেকল ছিঁড়ে ইসলামকে মুক্ত করো প্রভু
আর কিছু চাই না!