জন্মেছিলে জ্বলে যেতে, তবে কেন আউড়ে গেলে
আত্মরক্ষার শপথ-বাক্য!
অনাহারী বস্ত্রহীন নিরাশ্রয়ী যত দুঃখী-আর্ত
তুমিতো তাদের কণ্ঠস্বর হতে পারোনি কখনোই,
তাদের কোনোই স্বপ্ন দেখাতে পারোনি,
দিতে পারোনি জীবনের কোনো স্বাদ...
বরং খুঁজে গেছ শুধু নিজের টুকিটাকি লাভ আর
স্বাচ্ছন্দ্য বিলাস!
তাই যখনই তুমি আয়নার সামনে দাঁড়াও আছির মাহমুদ
নিজেকে দেখো না আজ-
সেখানে দাঁড়িয়ে তোমাকে দেখে এক অন্ধ ক্রীতদাস!